উলিপুরে আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি শুক্রবার বেলা ১২:২৩, ২০ ডিসেম্বর, ২০১৯
সাজাদুল ইসলাস, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সরকারি ও বে-সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান প্রতিনিধিদের সাথে পারিবারিক সহিংসতা ও সংশ্লিষ্ট বিভিন্ন আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৯ডিসেম্বর) দুপুরে মহিদেব যুব সমাজ কল্যান সমিতির বাস্তবায়নে উপজেলা পরিষদ সভাকক্ষে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় ও নারী অধিকার প্রকল্পের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা লিগ্যাল এইড অফিসার সিনিয়র সহকারী জজ কুদরাত-ই-খোদা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুভাষ চন্দ্র সরকার, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সরদার, উপজেলা প্রকৌশলী সাদেকুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদৌলা, জনস্বাস্থ্য প্রকৌশলী নিত্যনন্দ পাল, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উলিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম সরদার, এ্যড. প্রদীপ কুমার, নারী অধিকার প্রকল্পের সমন্বয়কারী ইসফাতুল কবির প্রমূখ।