ঢাকা (রাত ৯:৫২) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ঈদুল আযহার আগে আর হচ্ছে না এসএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock বুধবার রাত ০১:৫৪, ২২ জুন, ২০২২

বন্যার কারণে স্থগিত হওয়া এসএসসি ও সমমান পরীক্ষা আসন্ন ঈদুল আযহার আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাব নেই। বন্যা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ঈদের পর এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

মঙ্গলবার (২১ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক সদস্যের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানান, সিলেটসহ সারাদেশের বন্যা পরিস্থিতির যে অবস্থা তাতে ঈদের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। কেননা পরীক্ষা আয়োজনের জন্য অনেক কাজ করতে হয়। এই কাজগুলো করতে অনেক সময় প্রয়োজন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৯ অথবা ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এই অবস্থায় ঈদের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই।

এ প্রসঙ্গে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় বোর্ড সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, এসএসসি ও সমমান পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করছে বন্যা পরিস্থিতির ওপর। বন্যা পরিস্থিতির উন্নতি হলে এক সপ্তাহের নোটিশে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিয়ে রেখেছি।

ঈদের আগে পরীক্ষা হওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, এ বিষয়ে এই মুহূর্তে মন্তব্য করা ঠিক হবে না।

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষা পেছানোয় চলতি বছরের এইচএসসি ও সমামন পরীক্ষাও পেছানো হবে। আগামী আগস্ট মাসে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও সেটি পেছানো হবে।

এ প্রসঙ্গে প্রফেসর তপন কুমার সরকার বলেন, এসএসসি পরীক্ষা শেষে দুই মাসের ব্যবধানে এইচএসসি পরীক্ষা আয়োজন করা হয়। যেহেতু এসএসসি পরীক্ষা পেছানো হয়েছে। ফলে এইচএসসি পরীক্ষাও পেছানো হতে পারে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT