ঢাকা (দুপুর ১২:৫৮) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ইউপি সদস্যের উপর হামলা-বাড়িঘর ভাংচুর, থানায় অভিযোগ

ইউপি সদস্যের উপর হামলা-বাড়িঘর ভাংচুর, থানায় অভিযোগ

ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) ওবায়দুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) Clock বুধবার সকাল ১০:৪৮, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

ময়মনসিংহের গৌরীপুরে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্যের উপর হামলা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।  সোমবার বিকেলে এ হামলার ঘটনাটি ঘটেছে উপজেলার শালিহর পশ্চিমপাড়া গ্রামে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে গৌরীপুর থানায় ৬জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের ০২নং ওয়ার্ডের সদস্য মোঃ তোফাজ্জল হোসেন রতন।
অভিযুক্তরা হলেন একই গ্রামের মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোস্তফা কামাল (৪৫), মোঃ মোজাম্মেল হক (৪৪), মোঃ সাদ্দাম হোসেন (৩৮), মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে মোঃ স্বপ্নীল মিয়া (১৯), মোঃ মতিউর রহমানের মতি এর ছেলে মোঃ উজ্জল মিয়া (২১)।
অভিযোগসূত্রে জানা গেছে, পূর্ব শত্ত্রুতার জেরে রতনের বাড়িতে গিয়ে অনধিকার প্রবেশ করে অভিযুক্ত মোঃ মোস্তফা কামাল গং গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করায় অভিযুক্তরা বাড়িঘরে হামলা করে ঘরবাড়ি, টিভিএস মোটরসাইকেল, আসবাবপত্রভাংচুর করে। হামলায় স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন রতন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
অভিযোগসূত্রে আরও জানা যায়, হামলার সময় অভিযুক্তরা ঘরে থাকা সুকেসের ড্রয়ারের তালা ভেঙ্গে ১ লক্ষ ৫০ হাজার টাকা, তার স্ত্রীর গলায় থাকা ৪০ হাজার টাকা মূল্যমানের স্বর্নালঙ্কার নিয়ে যায় ও মোটরসাইকেল ভেঙ্গে ৪০ হাজার টাকা ক্ষতি সাধন করে।
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি ঘটনা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT