ঢাকা (সকাল ৭:৪২) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


আদমদীঘিতে ভূমি ও গৃহহীন পরিবারকে জমির দলিল ও পাকা বাড়ী হস্তান্তর

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock শনিবার রাত ১১:১৩, ২৩ জানুয়ারী, ২০২১

মুজিব বর্ষের অঙ্গিকার, আশ্রয়নের অধিকার’ মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে স্বপ্নের বাড়ি ও জমির দলিল হস্তান্তর উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফান্সের মাধ্যমে একযোগে সারা দেশের ন্যায় বগুড়ার আদমদীঘিতেও এ আশ্রয়ন প্রকল্পের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধিনে আশ্রয়ন প্রকল্প-২ এর মুজিব বর্ষে আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে ৯ টি, সান্তাহার ইউনিয়নে ১৪টি, চাঁপাপুর ইউনিয়নে ৬০টি, ছাতিয়ানগ্রাম ইউনিয়নে ১০টি, কুন্দগ্রাম ইউনিয়নে ৭টি সহ মোট ১০০টি পরিবারের মাঝে স্বপ্নের বাড়ি ও জমির দলিল সম্পন্ন হয়েছে। এর মধ্যে শনিবার উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ১০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমির দলিল ও স্বপ্নের বাড়ি হস্তান্তর করা হয়।

এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা খন্দকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, প্রকল্প বাস্তবায়ন অফিসার আমির হোসেন, সমবায় অফিসার আব্দুস সালাম, অধ্যক্ষ আব্দুর রহমান, বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ প্রমূখ।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT