আদমদীঘিতে পুকুর থেকে মাছ চুরির পর বিষ প্রয়োগ
মিরু হাসান বাপ্পী, আদমদীঘি, বগুড়া শনিবার রাত ০৯:০৫, ১৮ জুলাই, ২০২০
আদমদীঘিতে শত্রুতামুলক পুকুর থেকে মাছ চুরির পর বিষ প্রয়োগ করে প্রায় অর্ধলক্ষ টাকার দেশীয় প্রজাতির মাছ মেরে ফেলা হয়েছে।
জানা যায়, উপজেলার কাল্লাগাড়ি গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে ফরিদ উদ্দীন একই এলাকার সোবাহান আলীর ১৫ শতকের একটি পুকুর লিজ নিয়ে রই,কাতলা,জাপানি, তেলাপিয়া, ট্যাংড়া কইসহ দেশীয় প্রজাতির মাছ চাষ করে আসছিল। শুক্রবার রাতে শত্রুতামূলক তার পুকুর থেকে ২০ থেকে ২৫ হাজার টাকার মাছ চুরি করে নিয়ে গেছে এবং পুকুরে বিষ প্রয়োগ করেছে। এতে প্রায় ২৫ হাজার টাকার বিভিন্ন প্রকারের দেশীয় প্রজাতির মাছ মরে যায়। ফলে উক্ত মৎস্য চাষীর ৫০ হাজার টাকা ক্ষতি সাধান হয়।
এ বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু ঘটনাটি দুঃখজনক। এ রিপোর্ট লেখা পর্যন্ত এবিষয়ে থানায় কোন মামলা দায়ের করা হযনি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে ক্ষতিগ্রস্থ মৎস্য চাষী ফরিদ উদ্দীন জানিয়েছেন।