আগামী ২৪ অক্টোবর ১২ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা বুধবার সন্ধ্যা ০৭:১৫, ২১ অক্টোবর, ২০২০
আগামী ২৪ অক্টোবর গাইবান্ধার সাঘাটা-ফুলছড়ি এলাকার এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে সাঘাটা উপজেলার প্রাণ কেন্দ্র বোনারপাড়ার অদূরে ত্রিমোহনী ঘাটে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে ৬ ঘন্টাব্যাপী সম্মুখ যুদ্ধে শহীদ হন ১২ বীর মুক্তিযোদ্ধা।
১২ শহীদ মুক্তিযোদ্ধারা হলেন, ফুলছড়ির শহিদুল্লাহ, হাবিবুর রহমান, সাঘাটার আনছার আলী, আ: হাই, লালমনিরহাটের হাতিবান্ধার আহস্মদ আলী, প্রভাত চন্দ্র, ভরত চন্দ্র, বোঁচারাম দাস, ধনঞ্জয়, গাইবান্ধা সদরের হামিদুল হক মধু, পাবনার আ: হাই এবং হাবিবুর রহমান।
উক্ত ১২ শহীদদের স্মরণে প্রতি বছরের ন্যায় এবারও পালন করা হবে স্মরণ সভা। উক্ত সভায় জেলা প্রশাসক, ইউএনও, মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা জেলার সাবেক ডেপুটি কমান্ডার ও যুদ্ধকালীন কমান্ডার আলহাজ্ব সামছুল হক, গৌতম চন্দ্র মোদক, আজাহার আলী সহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।