আগামী দিন চরফ্যাশন আসছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
মোঃ কামরুজ্জামান সোমবার রাত ১০:৩৯, ৩ ফেব্রুয়ারী, ২০২০
কামরুজ্জামান শাহীন,ভোলা॥ আগামী দিন শনিবার ভোলার চরফ্যাশনে আসছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। তিনি চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। তিনি হেলিকপ্টার যোগে চরফ্যাসন পদার্পণ করে ফ্যাসন স্কোয়ারে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার গ্রহণ করে ফ্যাসন স্কোয়ারে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। এরপর শেখ রাসেল শিশু ও বিনোদন পার্ক এবং জ্যাকব টাওয়ার পরিদর্শন করবেন। পরবতীর্তে তিনি চরফ্যাসন সরকারি কলেজের নির্ধারিত প্রোগ্রামে যোগদান করে প্রথমে চরফ্যাসন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সাবেক জাতীয় সংসদ সদস্য এম এম নজরুল ইসলামের কবর জিয়ারাত করে কলেজের পতাকা স্তম্ভে উপস্থিত হয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন। তিনি কলেজের ৫০ বছর পূর্তি ও সুবর্ণ জয়ন্তী স্মারক বৃক্ষ রোপণ করে সুবর্ণ জয়ন্তী তোরনের পাদদেশে দাড়িয়ে পায়রা মুক্তি সহ সুবর্ণ জয়ন্তীর বেলুন উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন। এছাড়া কলেজের অধ্যক্ষ কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় চীপ হুইপ নুর-ই- আলম চৌধুরী এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। আলোচনা সভা ও বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, নাম্বার ওয়ান, কিং খান খ্যাত শাকিব খান, চ্যানেল আই সেরা কন্ঠের কন্ঠ শিল্পী ঝিলিক। চরফ্যাসন সরকারি কলেজ মাঠে তারা গান পরিবেশন এবং পারফর্ম করবেন।এবং কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছারা অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন সামাজিক,রাজনৈতিক দলের নেতা ও অভিভাবক ও অত্র কলেজের ছাত্র/ছাত্রীবৃন্দ।