ইকবাল হাসান, নড়াইল প্রতিনিধি রবিবার সকাল ১০:২০, ২৫ ডিসেম্বর, ২০২২
কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস সহ বিএনপি নেতৃবৃন্দের মুক্তির দাবিতে গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলা ও পৌর বিএনপিসহ অংগ-সংগঠনের আয়োজনে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে লক্ষীপাশা বাজার এলাকায় গণ মিছিল অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল ইসলাম রবি মিছিলে নেতৃত্ব দেন। মিছিলের এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা বাধা প্রদান করার অভিযোগ পাওয়া গেছে।