ঢাকা (রাত ১১:৪২) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


অন্যায়কারী যেই হোক কঠোর হস্তে দমন করা হবে : ইঞ্জিনিয়ার আব্দুস সবুর

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock মঙ্গলবার রাত ০৮:৪১, ২ জানুয়ারী, ২০২৪

কুমিল্লা-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার কদমতলি নিজ বাসভবনে সকাল সাড়ে ১০ টায় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক বিনিময় সভা করেন নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সবুর।

সাংবাদিকদির সহযোগিতা চেয়ে বলেন,” আপনারা জাতির দর্পন, সমাজ ও দেশ বিনির্মাণে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার গুরুত্বপূর্ণ কাজ ও দায়িত্ব। আপনারা বিগত দিনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরেছেন। আগামীর দিনগুলোতেও আশাকরি পাশে থাকবেন।

এক নারী সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী জাগরণ ও ক্ষমতায়নের রোল মডেল। নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেতায় পরিণিত হয়েছেন।

নৌকার প্রার্থী বলেন, সর্বপুরি আমার মূল লক্ষ আমি চাই দাউদকান্দি-তিতাসে সন্ত্রাস, চাঁদাবাজ ও দুনীতিমুক্ত করে এই দুই উপজেলাকে নিরাপদ জনপদ হিসেবে গড়তে ।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের শিল্পবিষয়ক সম্পাদক বশিরুল আলম মিয়াজী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, সাংবাদিক নেতা সাংবাদিক হাবিবুর রহমান ও সাংবাদিক রাশেদুল ইসলাম লিপু।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT