ঢাকা (বিকাল ৫:২৩) শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

পদ্মা সেতু উদ্বোধনে দাউদকান্দি মডেল থানা পুলিশের আনন্দ র‍্যালী



স্বাধীনতার ৫০ বছরে বাংলাদেশের এক ঐতিহাসিক ও অবিস্মরণীয় অর্জন পদ্মা সেতু নির্মাণ। এই সেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতিতে এক ধরনের নতুন সাফল্য আসবে। শনিবার (২৫ জুন, ২০২২খ্রি.) সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন।

এরই অংশ হিসেবে সারাদেশে বাংলাদেশ পুলিশ আনন্দ র‍্যালী উদযাপন করেছে। এরই ধারাবাহিকতায় দাউদকান্দি মডেল থানা পুলিশের উদ্দ্যোগে বিকাল ৫ টায় পৌরসভায় ‘আমার টাকায় আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু” শ্লোগানে একটি আনন্দ র‍্যালী বের করে।

র‍্যালীতে অংশগ্রহণ করেন-দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান, দাউদকান্দি সার্কেল এর সহকারী সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ ফয়েজ ইকবাল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, দাউদকান্দি মডেল থানা অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম, ইন্সপেক্টর (তদন্ত) মাকসুদ আলম, গৌরীপুর পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর রাকিবুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড.আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, মডেল থানা সেকেন্ড অফিসার এসআই হারিসুল ইসলাম, সুন্দরপুর মডেল ইউপি চেয়ারম্যান আসলাম মিয়াজী, সদর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন, মডেল থানার পুলিশ অফিসার এসআই আজম, এসআই জিয়াউল হক, এসআই নাজমুল হুসেন, এসআই শামীম আহম্মেদ, এসআই আলী আকবর, এসআই সুদর্শন, এসআই গোবিন্দ, এসআই নাজিম, এসআই মোবারক হোসেন, এএসআই বিপুল চন্দ্র রায়, এসআই আনোয়ার হোসেনসহ আরো অনেকে।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT