ঢাকা (সকাল ১০:৫৭) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সৌদি আরবে ২০ জুলাই পবিত্র ঈদুল আজহা

ডেক্স রিপোর্ট ডেক্স রিপোর্ট Clock শনিবার দুপুর ০২:১৪, ১০ জুলাই, ২০২১

শুক্রবার (৯ জুলাই) সৌদি আরবে জিলহজ্জ মাসের চাঁদ দেখা যায়নি বলে সৌদি সরকারের এক টুইটার অ্যাকাউন্ট জানিয়েছে।

তাই, জিলহজ্জের প্রথম দিন আগামীকাল রবিবার (১১ জুলাই) পালিত হবে, আর আজ শনিবার (১০ জুলাই) জুল ক্বাদাহের শেষ দিন হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।

সাধারণত অর্ধচন্দ্র দেখে হজ্জ এবং ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয় যা ইসলামিক বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ্জের দশ তারিখে পালন করা হয়।

এ বছর ১৯ জুলাই আরাফাতের দিনটি পড়বে।

এর আগে বৃহস্পতিবার (৮ জুলাই) সৌদি আরব সুপ্রিম কোর্ট জিলহজ্জ মাসের অর্ধচন্দ্র দেখার জন্য রাজ্যের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছিল।

সৌদি আরবে মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পালনের একদিন পরেই সাধারণত বাংলাদেশ ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উদযাপন করা হয়।

এদিকে করোনাভাইরাস মহামারির কারণে সৌদি কর্তৃপক্ষ বিদেশি হজ্জযাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করায় কোনো বাংলাদেশি গত বছরের মতো এবারও হজ্জ পালন করতে পারবেন না।

গত ১২ জুন সৌদি কর্তৃপক্ষ ঘোষণা করেছিল, তারা এই বছর রাজ্যের ৬০ হাজার টিকা গ্রহণকারীদের হজ্জ পালনের অনুমতি দেবে।

গত বছরে হজ্জে মাত্র ১০ হাজার মুসলমান অংশ নিয়েছিল যেখানে ২০১৯ সালেও অংশ নিয়েছিল প্রায় ২৫ লাখ মুসলিম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT