ঢাকা (রাত ৩:০৯) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সোনালী দিন

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০২:৪২, ৮ মে, ২০২১

সোনালী দিন

মোঃ বুলবুল হোসেন

 

আসবে ফিরে সোনালী দিন

 মিলেমিশে চলা,

দুঃখ-কষ্ট দূরে ঠেলে

 হাসি মুখে বলা।

 

আসবে ফিরে সোনালী দিন

 গ্রামের মেলায় যাব,

সারা মেলা ঘুরে আমরা

 দই আর মিষ্টি খাব।

 

আসবে ফিরে সোনালী দিন

পাঠশালাতে যাওয়া,

প্রিয় বন্ধু তোকে নিয়ে

ফুচকা মুড়ি খাওয়া।

 

আসবে ফিরে সোনালী দিন

বলবে দাদা এসে,

স্বাধীন দেশে জন্ম সবার

 চলবে মিলেমিশে।

 

আসবে ফিরে সোনালী দিন

 থাকবে না আর জ্বালা,

অনাহারে থাকবে না কেউ

 মুখে দিয়ে তালা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT