ঢাকা (সকাল ৬:৪৭) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সুনামগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন

ইবাদুর রহমান জাকির,সিলেট ইবাদুর রহমান জাকির,সিলেট Clock শনিবার বিকেল ০৫:১৮, ৮ মে, ২০২১

সুনামগঞ্জ পৌর শহরের পৌরসভার সামনে পূর্ব শত্রুতার জেরে রিকশা চালক শুকুর আলীকে (২০) খুন করেছে তার বন্ধু আরেক রিকশা চালক শাকিল মিয়া।

শনিবার (৮ মে) দুপুরের দিকে সুনামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে ঐ ঘটনা ঘটে। নিহত শুকুর আলী সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুরের এলাকার ৮ নং ওয়ার্ডের মৃত সেজলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, এক সময় নিহত শুকুর ও শাকিল খুব ভালো বন্ধু ছিল। কিন্তু গত ছয়মাস আগে শুকুরের সাথে শাকিলের দ্বন্ধ দেখা দেয়, পরে শুকুর আর শাকিলের ঐ বন্ধুত্ব ভয়ংকর রূপে শত্রুতায় পরিণত হয়। প্রতিদিনের মত নিহত শুকুর আলী রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে পৌরসভার সামনে গেলে পিছন থেকে ঘাতক শাকিল তাকে ধারালো চুরি দিয়ে এলোপাথাড়ি ভাবে আঘাত করতে থাকলে শুকুর রিকশা থেকে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাকিল ও শুকুর পেশায় দুজনেই রিকশা চালক।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, চুরিকাঘাত করে রিকশা চালকে খুন করা হয়েছে, আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, ঘাতক শাকিলকে ধরার জন্য আমরা অভিযান চালাচ্ছি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT