ঢাকা (রাত ১২:৫৩) মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিলেটে ট্রাক চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

মোঃইবাদুর রহমান জাকির মোঃইবাদুর রহমান জাকির Clock মঙ্গলবার ১২:১৫, ১৭ মে, ২০২২

সিলেট নগরীর আখালিয়ায় ট্রাক চাপায় ফয়জুর রহমান (২৪) নামে মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ট্রাক ভাঙচুর ও রাস্তা অবরোধ করেছে উত্তেজিত জনতা।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এসময় পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ ঘটনায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ ও এসআই সাজ্জাদ আহত হয়েছেন বলে জানা যায়।

এর আগে গত রোববার রাত ১১টার দিকে নগরীর আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনে ট্রাক চাপায় সোনাতলা সাদিপুর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে ফয়জুর রহমান (২৪) নিহত হন।

জানা যায়, আম্বরখানা থেকে আখালিয়ায় যাচ্ছিলেন ফয়জুর রহমান। আখালিয়া মাউন্ট এডোরা হাসপাতালের সামনের যাওয়া মাত্র দ্রুতগতির ট্রাক (ঢাকা মেট্রো -ট- ২০-০৩৬৮) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

এদিকে ঘটনার পর ট্রাক চালক পালিয়ে গেলে বিক্ষুুদ্ধ জনতা ট্রাকটি ভাঙচুর করে। পরে পুলিশ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানা যায়।

সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT