ঢাকা (দুপুর ১২:৫৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাপাহারে শেখ রাসেলের জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ১০:৪০, ১৮ অক্টোবর, ২০১৯

এম এ ইউসুফ, নওগাঁ প্রতিনিধিনওগাঁর সাপাহারে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‌্যালী ,আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে শেখ রাসেলের ৫৬তম জম্মদিন পালন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে পরিষদের আহ্বায়ক উপজেলার চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু এরফান আলী’র সভাপতিত্বে দলীয় কার্যালয়ে জন্মদিনের কেক কাটা হয়,এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান হোসেন, সদর ইউনিয়ন চেয়ারম্যান আকবর আল, যুবলীগের সাধারন সম্পাদক বকুল হোসেন, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা কলেজের প্রভাষক শামীম প্রমুখ। এসময় সেখানে আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT