ঢাকা (রাত ১১:২১) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


সান্তাহারে স্কুলছাত্রর রহস্যজনক নিখোঁজ

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শুক্রবার রাত ০৯:০২, ৫ জুন, ২০২০

মিরু হাসান বাপ্পী, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ   বগুড়ার সান্তাহারে রাকিবুল ইসলাম (১৬) নামের দশম শ্রেনীর এক স্কুলছাত্র রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। সে সেচ্ছায় নিখোঁজ হয়েছে নাকি কেউ তাকে অপহরণ করেছে এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার।

রাকিবুল ইসলাম সান্তাহার ইউপির দমদমা গ্রামের বেলাল হোসেনের ছেলে ও কলসা আহসান উল্লাহ্ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় গতকাল শুক্রবার রাকিবুল ইসলামের চাচা আদমদীঘি থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন। জানাযায়, দমদমা গ্রামের বেলাল হোসেন তার স্ত্রী ও ছেলে রাকিবুলকে গ্রামের বাড়িতে রেখে ঢাকায় একটি দোকানে কাজ করেন।

ওই ছেলেটি গত ৪ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। ফলে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজখুঁজি করেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাননি।

এঘটনা তদন্তকারী আদমদীঘি থানার উপ-পরিদর্শক রকিব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT