সাঘাটায় লটারীর মাধ্যমে শ্রমিক বাছাই অনুষ্ঠিত
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা
সোমবার রাত ০২:০৩, ৩১ জানুয়ারী, ২০২২
গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়ন পরিষদ ভবনে গত রবিবার লটারীর মাধ্যমে শ্রমিক বাছাই করা হয়েছে।
জানা গেছে, উপজেলার সাঘাটা ইউনিয়ন পরিষদে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় ১ হাজার ১শ ৮৮ জন আবেদন করেন। তাদের মধ্যে লটারীর মাধ্যমে ২শ ৩৪ জন শ্রমিককে বাছাই করা হয়। এছাড়াও অপেক্ষমান তালিকায় ৭৬ জনকে রাখা হয়।
উক্ত শ্রমিক বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও ট্যাগ অফিসার পবন কুমার সরকার, সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, সহকারি শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান, উপসহকারি প্রকৌশলী আব্দুল হামিদ, ইউপি সচিব রবিউল হাসান, সমাজ সেবক আব্দুর রাজ্জাক মন্ডল , পিপুল প্রমুখ।


