সাঘাটায় ভাঙ্গামোড় ভোট কেন্দ্রে পূণঃরায় ভোট গণনার দাবি
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা মঙ্গলবার রাত ০২:১৯, ১১ জানুয়ারী, ২০২২
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভাঙ্গামোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রের এজেন্টকে বের করে দিয়ে ভোট গণনা করায় পুনরায় ভোট গণনার দাবিতে উপজেলা রিটার্নিং অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, ৫ম ধামে ৫ই জানুয়ারী উপজেলার ভরতখালী ইউনিয়নের ভাঙ্গামোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ৪নং ওয়ার্ডে ফুটবল প্রতীক পদপ্রার্থী রাসেদুল ইসলামের কেন্দ্রের এজেন্ট কে বের করে দেয়। উক্ত ভোট কেন্দ্রে নিয়ম অনুযায়ী সকাল ৮ঘটিকা থেকে বিকাল ৪ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ করার কথা থাকলেও তা না করে সংশ্লিষ্ঠ কেন্দ্রের প্রিজাডিং অফিসারের স্বাক্ষরিত রেজাল্টে দেখা যায় ৪টা ১০ মিনিটে ভোট গণনা আরম্ভ করেন এবং ৪টা ১০ মিনিটেই ফলাফল ঘোষনা করেন।
এ কারণেই উক্ত কেন্দ্রে ভোট পূনঃ গণনার দাবি জানিয়ে উপজেলা রিটার্নিং অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেন।
সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার জানান, অনিচ্ছাকৃত কারনেই আমার এরুপ ভুল হয়েছে। এ ব্যাপারে উপজেলা রিটার্নিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অভিযোগ পেয়েছি তবে অভিযোগকারী প্রার্থীকে ট্রাইবুনালে মামলা করতে হবে।