ঢাকা (সকাল ৮:০৬) রবিবার, ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় বোরো ধান ক্রয়ে উন্মুক্ত লটারী

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock রবিবার সন্ধ্যা ০৬:০১, ৯ মে, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির আয়োজনে গতকাল রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অভ্যন্তরিণ বোরো ধান সংগ্রহ/২১ উপলক্ষে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়ের লক্ষে উন্মুক্ত লটারীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কৃষক নির্বাচনের উদ্বোধন করা হয়েছে।

উক্ত কৃষক নির্বাচনের উদ্বোধন করেন- সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির। এ উপলক্ষে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীরের সভপত্বিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার দে, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মওলা প্রমুখ।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে উপজেলায় ২ হাজার ৬৮ জন কৃষককে লটারীর মাধ্যমে নির্বাচন করা হয়। এসব কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT