ঢাকা (রাত ১০:৪৯) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


সাঘাটায় পূণঃময়না তদন্তের জন্য রপার লাশ উত্তোলন

আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা Clock সোমবার বিকেল ০৫:৫৪, ৮ ফেব্রুয়ারী, ২০২১

গাইবান্ধার সাঘাটা উপজেলার ডিমলা পদুম শহর গ্রামে গতকাল সোমবার আদালতের নির্দেশে প্রায় ৩ মাস পর সমাধি থেকে পূণঃ ময়না তদন্তের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে গৃহবধু রপা’র লাশ উত্তোলন করা হয়েছে।

মামলা সুত্রে জানা গেছে উপজেলার ডিমলা পদুম শহর গ্রামের রতন চন্দ্র মহন্তের মেয়ে রচনা রানী রপা (২২) পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের অনিক চন্দ্র অধিকারীর সাথে হিন্দু ধর্মমতে বিয়ে হয়। বিয়ের পরেই যৌতুকের জন্য নির্যাতন চলতো রপার উপর।

ঘটনার দিন গত বছরের ৫ নভেম্বর দাবিকৃত যৌতুকের টাকার জন্য স্বামী অনিক চন্দ্র ও তার পরিবারের লোকজন রপার শয়নকক্ষে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় ১টি হত্যা মামলা দায়ের করা হয়। কিন্তু চুড়ান্ত চার্জশীটে আত্মহত্যা করেছে বলে আদালতে প্রতিবেদন দেওয়া হয়।

এর প্রেক্ষিতে বাদী রতন চন্দ্র মেয়ের ন্যায় বিচার পাওয়ার জন্য বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবগঞ্জ আমলী আদালতে পূণঃ ময়না তদন্তের জন্য নারাজি পিটিশন দায়ের করেন। নারাজি পিটিশন আমলে নিয়ে আদালত নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর উপস্থিতিতে লাশ উত্তোলন করে পূণঃ ময়না তদন্তের জন্য নির্দেশ দেন।

সে মোতাবেক গত সোমবার গাইবান্ধা জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম ফয়েজের উপস্থিতিতে পূণঃ ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন করে গাইবান্ধা মর্গে প্রেরণ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT