সাঘাটায় অবৈধ ডেলিভারি সেন্টারে প্রসুতি মায়ের মৃত্যু
আসাদ খন্দকার,সাঘাটা,গাইবান্ধা বৃহস্পতিবার সন্ধ্যা ০৭:৪৪, ৩০ জুন, ২০২২
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুুয়া ইউনিয়নের গাছাবাড়ী গ্রামের, সাবেক মহিলা ইউপি সদস্যের পারিবারিকভাবে গড়ে তোলা ব্র্যাক ডেলিভারি সেন্টারে, জমজ পুত্র শিশু প্রসবের সময় মুন্নি খাতুন (২৯) নামের এক মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জমজ শিশু একজন অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্নি বেগম উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল হালিমের স্ত্রী।
স্থানীয়রা অভিযোগ করেন, বুধবার সন্ধ্যায় সাঘাটা উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুল হালিমের স্ত্রী মুন্নি বেগমের প্রসব বেদনা উঠে। পরে গাছাবাড়ী গ্রামের মানিকগঞ্জ বাজারের ব্র্যাক সেবিকার পরিচয় দানকারী, কচুয়া ইউপির সাবেক সংরক্ষিত মহিলা সদস্য আজমিন সুলতানা রিনার সাথে যোগাযোগ করলে, তিনি রোগীকে নিজের বাড়িতে অবস্থিত ডেলিভারি সেন্টারে প্রসবের চেষ্টা করেন।
পরে নরমাল ডেলিভারিতে প্রসবের চেষ্টায় ব্যর্থ হলে, জরায়ুতে সিজারের মাধ্যমে জমজ শিশু দুটির ডেলিভারি করলেও প্রচুর রক্তক্ষরনের কারণে, মা মুন্নি আক্তার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় জমজ শিশুর একজন অসুস্থ হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরন করা হয় ।
স্থানীয় প্রভাবশালীদের হস্তক্ষেপের কারণে, রোগীর পরিবার থেকে আইনগত ব্যবস্থা নিতে সাহস পাচ্ছেনা।
সাঘাটা থানার বোনারপাড়া পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাকিব হাসান বলেন, এই ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরিফুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিন বলেন, ঘটনাটি শুনেছি। এই বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।