সাঘাটায় ১২ শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে আলোচনা সভা
আবুল কাশেম রুমন শুক্রবার রাত ১০:৫২, ২৫ অক্টোবর, ২০২৪
১৯৭১ সালে মুক্তিযুদ্ধে গাইবান্ধার সাঘাটা উপজেলার দলদলিয়া গ্রামে ত্রিমোহিনী ঘাটে সম্মুখ যুদ্ধে নিহত ১২ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল ও স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার উপজেলার বোনার পাড়া ইউনিয়নের দলদলিয়া গ্রামে সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার ইসাহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মওদুদ আহমেদ।
আরো বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা সহকারী কমিশনার ভূমি মনোঞ্জন বর্মন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ তদন্ত সোহেল রানা, সাবেক জেলা ডেপুটি কমান্ডার গৌতম চন্দ্র মোদক, গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমির মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী, সাঘাটা উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী, জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর, মুক্তিযোদ্ধা আজাহার আলী, আব্দুল জলিল তোতা ও আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সাঘাটা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার দেলোয়ার হোসেন।