ঢাকা (রাত ১২:০৯) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাঘাটায় রোস্তম আলী ও রওশন আরা ভাইস চেয়ারম্যান নির্বাচিত

আসাদ খন্দকার আসাদ খন্দকার Clock বুধবার রাত ০৮:২৫, ৮ মে, ২০২৪

গাইবান্ধার সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে রোস্তম আলী এবং রওশন আরা বেগমকে বেসরকারী ভাবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

সাঘাটা উপজেলায় মোটা ২ লাখ ৪১ হাজার ৭১২ জন ভোটারের মধ্যে ২৭ হাজার ৪৩২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, এর মধ্যে জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোস্তম আলী (গ্যাস সিলিন্ডার) ৮ হাজার ৭১৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী প্রার্থী মিলন সরকার (বই প্রতীক) পেয়েছেন ৫ হাজার ২৭৩ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদুম শহর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ রওশন আরা বেগম (প্রজাপতি প্রতীক) ১৭ হাজার ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম  প্রার্থী মোছাঃ নাজনীন বেগম (হাঁস প্রতীক) পেয়েছেন ৮ হাজার ৪৬০ ভোট।

উপজেলার ১০টি ইউনিয়নে ১০৩টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে একযোগে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়। ভোট চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য এ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামশীল আরেফিন টিটুকে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT