ঢাকা (দুপুর ২:৫১) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বুধবার সন্ধ্যা ০৭:২৪, ১০ মার্চ, ২০২১

সারা দেশে সাংবাদিক নির্যাতন, হত্যা, গুম, খুন ও মিথ্য মামলা প্রদানের প্রতিবাদে বুধবার (১০ মার্চ) সকাল ১১ টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কর্মরত সকল সাংবাদিকদের উদ্যোগে পৌর শহরের ধান মহাল কৃষ্ণচূড়া চত্বরে এক মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

মানববন্ধনত্তোর সমাবেশে সিনিয়র সাংবাদিক, ছড়াকার আজম জহিরুল ইসলামের সভাপতিত্বে দৈনিক দিনকাল পত্রিকার গৌরীপুর প্রতিনিধি কাজী আব্দুল্লাহ আল আমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ময়মনসিংহ ডিভিশনাল প্রেসক্লাবের মহাসচিব শেখ বিপ্লব, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির, সাবেক সাধারন সম্পাদক আনোয়ার হোসেন শাহীন, কোষাধ্যক্ষ মোঃ শামিম খান, সাবেক মহাসচিব ও গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহজাহান কবির হীরা, গৌরীপুর রিপোর্টাস ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, সাবেক সভাপতি আরিফ আহাম্মেদ, মহশিন মাহমুদ শাহ, সাংবাদিক ওবায়দুর রহমান, সাইফুল ইসলাম, লুৎফর রহমান খোকন, এইচটি তোফাজ্জল হোসেন, বোরহান উদ্দিন, হলি সিয়াম শ্রাবন ও দীলিপ কুমার দাস প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের গুলিতে নিহত নোয়াখালির কোম্পানীগঞ্জের সাংবাদিক বোরহান উদ্দিন মোজাক্কির ও ময়মনসিংহ ডিভিশনাল প্রেসক্লাবের সভাপতি শেখ ফুয়াদের বাসায় মাদক সিন্ডিকেটের দুই দফা হামলাসহ সারাদেশে সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT