ঢাকা (সকাল ১০:২৪) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


শহীদ জিয়া ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের কিশোরগঞ্জ জেলা শাখার আহব্বায়ক কমিটি ঘোষণা

রায়হান জামান,কিশোরগঞ্জ রায়হান জামান,কিশোরগঞ্জ Clock সোমবার রাত ১০:০৭, ১৫ মার্চ, ২০২১

শহীদ জিয়া ছাত্র পরিষদ কেন্দ্রীয় সংসদের অধীনস্ত কিশোরগঞ্জ জেলা শাখার আহব্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

কেন্দ্রীয় নির্বাহী শহীদ জিয়া ছাত্র পরিষদের সভাপতি এম. ডি শহিদুল ইসলাম রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাওন মুহাম্মদ জিসান এর এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মেরাজ নাছিম আহব্বায়ক ও আশিক হাসান আরমান সদস্য সচিব করে এ কমিটির অনুমোদান দেন।

কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন, আহব্বায়ক-মেরাজ নাছিম,যুগ্ম আহব্বায়ক-সোহাগ হোসাইন,যুগ্ম আহব্বায়ক-মাসুদ রানা,যুগ্ম আহব্বায়ক- ফারাবি মাহামুদ নাদিম, যুগ্ম আহব্বায়ক-হিমেল আহাম্মেদ সগের, যুগ্ম আহব্বায়ক-জহিরুল ইসলাম সুমন, যুগ্ম আহব্বায়ক-আবু সাঈদ, যুগ্ম আহব্বায়ক-শাকিব হাসান ধ্রুব, যুগ্ম আহব্বায়ক-রবিন শাহ, যুগ্ম আহব্বায়ক-সুবেল আহম্মেদ, যুগ্ম আহব্বায়ক-ভাবল পাল, যুগ্ম আহব্বায়ক-শরিফুল ইসলাম রমজান, যুগ্ম আহব্বায়ক-এ কে এম প্রান্ত, যুগ্ম আহব্বায়ক-রফিকুল ইসলাম রফিক, যুগ্ম আহব্বায়ক-বায়েজিদ হাসান, যুগ্ম আহব্বায়ক-এ আর আশরাফ,সদস্য সচিব-আশিক হাসান আরমান,সদস্য- মো.জুয়েল রানা, সদস্য- মো. নূরুজ্জামান, সদস্য-এনায়েত অমি কনক, সদস্য-রাসেল খান আকাশ, সদস্য-মো.সাব্বির হোসেন, সদস্য-রফিউল ইসলাম নাঈম, সদস্য-আলমগীর হাসান নাজিম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT