ঢাকা (বিকাল ৩:৪৪) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

লালমনিরহাটে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ : কার্যালয় ভাংচুর, আহত-৫

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০২:৪২, ৭ জুলাই, ২০১৯

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে। এসময় অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

শনিবার, ৬ জুলাই রাত ৯ টার দিকে শহরের থানা রোডে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এতে করে কার্যালয় আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও জেলা আওয়ামীলীগের দায়ীত্বশীল নেতৃত্ব মাধ্যমে জানা গেছে, শুক্রবার ঘোষিত কমিটির সদর উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক এরশাদ হোসেন জাহাঙ্গীরের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতে দলীয় কার্যালয়ে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান।
এসময় জেলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিক্ষুদ্ধ একটি পক্ষ আকস্মিকভাবে আওয়ামী লীগ কার্যালয়ে ঢুকে ভাংচুর করে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কার্যালয়ের দরজা ও জানালার
কাঁচ এবং অনেগুলো চেয়ার ভাংচুর করেছে।

জানা গেছে, গত ৪ জুলাই জেলা আওয়ামী লীগের এক সভায় সদর উপজেলা আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। এরপর শুক্রবার বিকালে কমিটির নাম ঘোষণা করা হয়। এতে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমানের ভাতিজা ও সাবেক ছাত্রলীগ নেতা এরশাদ হোসেন জাহাঙ্গীরকে আহবায়ক করে ১৬ সদস্যের আহবায়ক কমিটি করা
হয়।

দলীয় সূত্র জানায়, ঘোষিত কমিটিকে কেন্দ্র করে একটি
পক্ষ বিক্ষুদ্ধ হয়ে ওঠে। বিক্ষুব্ধ নেতাকর্মীদের দাবী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান একাই সিদ্ধান্ত নিতে পারেন না, তিনি স্বজনপ্রীতি দেখিয়ে নিজের ভাতিজাকে আহবায়ক করেছেন, মূলত এরই জেরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে।

সদর থানার ওসি মাহফুজ আলম বলেন, বর্তমানে আওয়ামী লীগ কার্যালয়ের পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT