লকডাউন কার্যকরে শতাধিক অটো ইজিবাইক আটক, দিন শেষে ১সপ্তাহের খাদ্য সহায়তা প্রদান
মোঃ কামরুজ্জামান সোমবার দুপুর ০২:১৭, ২৭ এপ্রিল, ২০২০
সাজাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি: কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে গত ২৩ এপ্রিল বিকেল ৫:০০টা থেকে কুড়িগ্রাম জেলাকে অনির্দিষ্ট কালের জন্য লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। লকডাউন কার্যকর নিশ্চিত করতে রবিবার (২৬ এপ্রিল) দুপুর থেকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগ ও সদর থানা পুলিশ শহরের বিভিন্ন সড়কে ও মোড়ে চেক পোষ্ট বসিয়ে বাইক ও অটো ইজিবাইক আটক করে। এসময় শতাধিক অটো ইজিবাইকের সিট খুলে নিয়ে রাখা হয় বলে জানা যায়। অটো ইজিবাইকের চালকগণ সন্ধার পর সিট নেয়ার জন্য সদর থানা কুড়িগ্রাম ও সদর ফাড়িতে হাজির হলে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানের নির্দেশনায় মানবিক এক ব্যতিক্রম ভিন্ন ধরনের উদ্যোগের তথ্য জানা যায়। পুলিশ সূত্রে জানা যায়, শাস্তি নিশ্চিত জেনে অটো ইজিবাইক চালকগণ সদর থানায় হাজির হলে তাদের সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে সারিবদ্ধ ভাবে দাড় করিয়ে সকলের মোবাইল নাম্বার ও ঠিকানা সংগ্রহ করে তাদের প্রত্যেক কে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়। এসময় পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক অটো চালককে জেলা পুলিশের পক্ষ থেকে এক সপ্তাহের খাদ্যসহায়তা প্রদান করা হয়। কুড়িগ্রাম সদর থানা অফিসার ইনচার্জ(ওসি) মাহফুজার রহমান জানান, পুলিশ সুপার মহোদয় প্রায় পদক্ষেপেই মানবিক গুনাবলীর পরিচয় দিয়ে আসছেন। স্যারের মতে, এই মুহুর্তে শাস্তির চেয়ে তাদের সহযোগিতা বেশী প্রয়োজন। ঘরে নুন্যতম খাবার থাকলে তাদের বের হবার কথা নয়। তাই এক সপ্তাহের খাদ্যসহায়তা দিয়ে তাদের এ কদিন অটো বের না করে বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বের হলে কঠোর শাস্তির কথাও জানান তিনি।