ঢাকা (সন্ধ্যা ৭:০৯) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রৌমারীতে ৩৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার আ.লীগ নেতার পুত্র

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ১০:৪৪, ১ মার্চ, ২০২০

সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের রৌমারীতে আওয়ামী লীগ নেতার কলেজ পড়ুয়া পুত্রকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে রৌমারী থানা পুলিশ।রৌমারী থানার এসআই তৌহিদুর রহমান জানান, গত শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে উপজেলার সায়দাবাদ এলাকায় রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামি মায়ের দোয়া পরিবহনে তল্লাশী করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নাছির উদ্দিন নামের একজনকে আটক করা হয়।  আটককৃত ওই শিক্ষার্থী উপজেলার যাদুরচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামছুল হকের ছেলে নাছির উদ্দিন (১৮)। সে যাদুরচর মডেল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করেছেন যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ।রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু মো. দিলওয়ার হাসান ইনাম বলেন, আটককৃতর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। রোববার (০১ মার্চ) সকালে কুড়িগ্রাম জেল- হাজতে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT