রাজধানীতে র্যাব ১০’র অভিযান, ২ ভুয়া ডাক্তার আটক
আরিফুল ইসলাম বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:২৩, ২৫ জুলাই, ২০১৯
রাজধানীর ধোলাইপারে কিউর জেনারেল হাসপাতালে অপারেশন করার সময় ২ ভূয়া ডাক্তারকে আটক করে ২ বছর করে কারাদন্ড এবং ১০ লাখ টাকা জরিমানা করে র্যাব -১০ এবং স্বাস্থ্য অধিদপ্তর এর সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমান আদালত।
অভিযান চলে গতরাত ৯ টা থেকে ৩ টা পর্যন্ত ।
মাত্র এইচএসসি কিন্ত নিজেকে পরিচয় দেন MBBS, FCPS Part ।। পাস ডাক্তার হিসেবে। করেছেন বহু অপারেশন। গতকালই দেখা গেল হাসপাতালের ৭ রোগীর মধ্যে ৫ টিই তার অপারেশনকৃত। তিনজনের সিজার আর দুজনের জরায়ু অপসারণ। গতরাত অভিযানের সময় দেখা যায় শাবানা নামে এক রোগীর জরায়ু কেটে ফেলে দিয়েছেন কোন স্ত্রীরোগ বিশেষজ্ঞের মতামত ছাড়া। অপারেশনের সময়ও ছিল না কোন Consultant. দুইজন ভূয়া ডাক্তার মিলেই অপারেশন করে ফেলেন। হাসপাতালের মালিক এসএসসি পাশ রহিমাও নিজেকে ডাক্তার পরিচয়ে চিকিৎসা দেন এবং অপারেশন করেন। গত ১০ জুলাই সিজার করার সময় নবজাতক মারা যায়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সারওয়ার আলম এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।