রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে শেষ ২৪ ঘন্টার টেষ্টে ৩৪ জনের করোনা পজিটিভ
একরামুল ইসলাম, পীরগাছা (রংপুর) শুক্রবার রাত ০৯:০৬, ১৪ আগস্ট, ২০২০
রংপুর মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় ৩৪ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়।
এদের মধ্যে রংপুর সদরে ২৯ জন। তারা হলেন লালকুঠি-২ জন, RCMCH-২ জন, RpMC-১ জন, খামারপাড়া-১ জন, খটখটিয়া-২ জন, ডিসি অফিস-১ জন, মুলাটোল-১ জন, আলমনগর (বনানীপাড়া)-১ জন, পূর্ব শালবন-১ জন, কেরানীপাড়া-১ জন, কৃষি গবেষণা অফিস-১ জন, সেন্ট্রাল রোড-১ জন, পান্ডার দিঘী-১ জন (SSN), নিশবেতগঞ্জ-১ জন (SSN), সেনপাড়া-১ জন, DCIH-৫ জন, নিউ ইঞ্জিনিয়ার পাড়া-১ জন, পুলিশ সদস্য-২ জন, RpMCH (ভর্তি রোগী)-৩ জন। এছাড়াও পীরগঞ্জ উপজেলায় ৩ জন, মিঠাপুকুর উপজেলায় ১ জন, তারাগঞ্জ উপজেলায় ১ জন।
রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন। এ দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. জহুরুল হক জানান, পীরগাছায় আজ (১৪ আগস্ট) নতুন করে কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।
প্রকাশ থাকে যে, পীরগাছা উপজেলায় গত ১ মে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শনাক্ত হওয়ার পর এ পর্যন্ত ৭১ জন করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছে ৫৭জন। চিকিৎসাধীন রয়েছেন ১২ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ২জন।