ঢাকা (রাত ১১:০৩) শনিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যৌক্তিক সময়ে দ্রুত নির্বাচন দিন : ড. খন্দকার মোশাররফ হোসেন

রাজনীতি ২৭ বার পঠিত

হোসাইন মোহাম্মদ দিদার হোসাইন মোহাম্মদ দিদার Clock শনিবার বিকেল ০৫:০৩, ১ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, এই সরকারের কাজ হলো একটি নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা।নচেৎ ছাত্রজনতার ত্যাগের প্রতিফলন ঘটবে না।

 

শনিবার( ১ ফেব্রুয়ারি) দুপুরে দাউদকান্দি উপজেলা বিএনপির কার্যালয়ে দাউদকান্দি- তিতাস এবং পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত আগামী ৮ ফেব্রুয়ারি বিএনপি বিশাল জনসভা সফল করার লক্ষ্যে এবং আওয়ামী নৈরাজ্যমূলক কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, শেখ মুজিবুর রহমানের পরিবার একটি ত্যাগী পরিবার। তিনি জীবন দিয়ে ত্যাগ করেছেন। এর ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন আমি ফেসবুকে এ নিয়ে একটি পোস্ট দেখেছি তা হলো, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করেছেন। তার বোন শেখ রেহেনাকে সঙ্গে নিয়ে নেতাকর্মীদের বিপদে ফেলে তিনি দেশত্যাগ করেছেন। তার ছেলে বউ ত্যাগ করেছেন। তার মেয়ে স্বামী ত্যাগ করেছেন। তার ভাগ্নী ব্রিটিশ মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করেছেন। সব মিলিয়ে শেখ মুজিবুর রহমানের পরিবার একটি ত্যাগী পরিবার।

 

সুবিধাভোগী নেতাকর্মীদের থেকে সাবধান থাকতে ত্যাগীদের উদ্দেশ্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, এক গ্রুপের কাজ হলো সুবিধাভোগী, যেই দলই ক্ষমতায় আসে তাদের ছত্রছায়ায় মিশে গিয়ে লুটপাট দখলদারি করে থাকে। তাদের থেকে দূরে থাকুন।

আমরা( বিএনপি) এখনও ক্ষমতায় আসিনি, তাই অনেকেই দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত হয়েছেন তারা এসব ছেড়ে দিন। দেশের জনগণ আওয়ামী লীগের অন্যায় অবিচার মেনে নেয়নি। তাদের মতো যদি বিএনপির নেতাকর্মীরা অপকর্ম জড়িত থাকেন তাহলে জনগণ আপনাদের বিরুদ্ধে চলে যাবে। তাই সংযত হোন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন— কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন।

 

পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন— কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ লতিফ ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জসিমউদ্দীন আহম্মেদ, পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকার,

উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, যুগ্ম আহ্বায়ক মোস্তাক সরকার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT