ঢাকা (রাত ২:০২) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

যশোরে ভৈরব নদ থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

মোরশেদ আলম,যশোর মোরশেদ আলম,যশোর Clock রবিবার রাত ১১:১১, ২৫ অক্টোবর, ২০২০

যশোর সদর উপজেলার চুড়ামনকাঠির ভৈরব নদ থেকে গোলাম মোস্তফা (৫৫) নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

তিনি যশোর সদর উপজেলার চুড়ামনকাঠি ইউনিয়নের সরদার বাগডাঙ্গা গ্রামের মৃত পাচু মন্ডলের ছেলে। কাঠের লগ ও সাইজ কিনে বিভিন্ন সমিলে বিক্রি করতেন তিনি।

নিহতের ছোট ছেলে হাবিবুর রহমান ও জামাই মেহেদি হাসান সজীব জানান, যশোর সদর উপজেলার খোঁজারহাট গ্রামের বসুর কাছে পাওনা ২ লাখ টাকা আনার জন্য বাড়ি থেকে বের হন। রাত ১২টাও বাড়ি ফিরে না আসায় তার মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়। ওই সময় বিভিন্ন জায়গায় খোঁজ করলেও পাওয়া যায়নি। রবিবার (২৫ অক্টোবর) সকালে ভৈরব নদে এক কৃষক মুলা পরিস্কার করার জন্য গেলে একটি হাত দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেছে।

তার পিতা কোন রাজনীতি দলের সাথে জড়িত ছিল না। কি কারণে এবং কারা তাকে হত্যা করেছে সে ব্যাপারে ছেলে হাবিবুর রহমান নিশ্চিত করতে পারেনি।

চুড়ামনকাঠি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না জানান, শনিবার রাতে পাওনা আদায়ের কথা বলে তিনি বাড়ি থেকে বের হয়েছেন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেনি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT