মৌলভীবাজারের আটঘরে গলাকাটা মরদেহ উদ্ধার
![](https://meghnanews.com.bd/wp-content/uploads/2020/05/IMG_20200531_170243.jpg)
নিজস্ব প্রতিনিধি
রবিবার রাত ০৯:০০, ৩১ মে, ২০২০
মোঃ জাকির হোসেন, জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামে আনোয়ার মিয়া (৫৫) নামে এক ব্যক্তি কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৩১মে) সকাল ৮ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আনোয়ার মিয়া (৫৫) মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের আটঘর গ্রামের মৃত আব্দুর রহমান এর ছেলে।
মৌলভীবাজার মডেল থানার ওসি তদন্ত পরিমল দে বিষয়টি নিশ্চিত করে জানান শনিবার দিবাগত রাতে যে কোন সময়ে অজ্ঞাত নামা সন্ত্রাসী কর্তৃক মারাত্মক ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আনোয়ার মিয়াকে হত্যা করে বাড়ির পাশে ফেলে রেখে যায়। সকালে স্থানীয় লোকজন তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান।
যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।