মৌলভিবাজারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হওয়ার লক্ষে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত
মোঃ জাকির হোসেনঃমৌলভীবাজার। বৃহস্পতিবার বিকেল ০৫:০৩, ১ অক্টোবর, ২০২০
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে পালনের লক্ষে ১ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় মৌলভীবাজার সিভিল সার্জন অফিস সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে সিভিল সার্জন মোঃ তৌহিদ আমদ এর সভাপতিত্বে ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসিরুদ্দিনের পরিচালনায় এক ওরিয়েন্টেশন সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মৌলভিবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত,মৌলভিবাজার জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকা সম্পাদক বকসী ইকবাল আহমদ,ও মৌলভিবাজার প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এস এম উমেদ আলী এসময় জেলার বিভিন্ন অনলাইন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
ওরিয়েন্টেশন সভায় জানানো হয়, মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৬৭ টি ইউনিয়নের ১ হাজার ৬শ ৪৬ টি কেন্দ্রে ২ লক্ষ ৪০হাজার ৪শ ৬৮ জন শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে।