মাদারীপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় তিন দোকানকে জরিমানা
মীর এম ইমরান,মাদারীপুর মঙ্গলবার রাত ০১:১০, ১ জুন, ২০২১
মাদারীপুরে ৩ টি ঔষধের দোকানে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৩০ মে) জেলা সদরের মস্তফাপুর বাজারে ঔষধের দোকানে ফুল সাব্লিমেন্ট, আন রেজীটার্ড,নিষিদ্ধ,মেয়াদোত্তীর্ণ ঔষধ ও, মিসব্র্যান্ডেড ঔষধ থাকায় এসব জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আবু জাহের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,মহেশ্বর কুমার মন্ডল সহকারী পরিচালক মাদারীপুর জেলা ঔষধ প্রশাসন।
অভিযানে পদ্মা মেডিকেলকে ৭ হাজার টাকা,নিউ দাস ফার্মেসী ২ হাজার টাকা নিরব মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা সহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুলাহ আবু জাহের বলেন, জন স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।