ঢাকা (দুপুর ১:২৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় ৫ কেজি গাঁজাসহ আন্ত:জেলা মাদক কারবারী আটক

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock শনিবার রাত ০১:২২, ২৩ জুলাই, ২০২২

ভোলার ইলিশায় ৫ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ জুলাই) সাড়ে ৩ টার দিকে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডের ফেরীঘাটের ২ নং পল্টুনের হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত সোহেল রানা কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আমানগন্ডা ৬ নং ওয়ার্ডের ঘোলপাশা গ্রামের আলী আজমের ছেলে।

পুলিশ জানিয়েছেন সোহেল রানা একজন আন্ত:জেলা মাদক কারবারী। কুমিল্লা ও চট্রগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসব মাদক এনে খুচরা বিক্রেতাদের কাছে পৌছে দেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. গোলাম আযম বলেন, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর ১ নং ওয়ার্ডের ফেরীঘাটের ২ নং পল্টুন এলাকায় অভিযান চালিয়ে হোসেনের চায়ের দোকানের সামনে থেকে সোহেল রানা নামের এক যুবকে ৫ কেজি গাঁজা আটক করা হয়।

তার বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT