ঢাকা (সন্ধ্যা ৭:৫৬) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


ভোলায় ৩য় শ্রেনীর ছাত্রী ধর্ষণ, লম্পট ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock শুক্রবার ১২:০৯, ২৪ জানুয়ারী, ২০২০

কামরুজ্জামান শাহীন, ভোলা : ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষনের ঘটনায় ধর্ষক শের আলীর ফাঁসির দাবীতে উত্তাল ইলিশা ইউনিয়ন। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ইলিশা বাজারে মানববন্ধন করে বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা ও এলাকাবাসী। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে অংশ গ্রহন করে ধর্ষক শের আলীর ফাঁসির দাবি জানান তারা। মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক শের আলী পোশাকের লোভ দেখিয়ে ঐ ছাত্রীকে পোস্ট অফিসের কক্ষে নিয়ে জোর পূর্বক ধর্ষন করে পরে ঐ ছাত্রীকে পরিবারের লোকজন সদর হাসপাতালে নিয়ে গাইনি ওয়ার্ডে ভর্তি করান। এই ঘটনায় মামলা হলেও এখনো গ্রেপ্তার হয়নি লম্পট শের আলী। বক্তারা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে লম্পট শের আলী গ্রেপ্তার না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, মুরাদ ছবুল্লাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই, ইলিশা ইসলামিয়া মডেল কলেজ এর প্রভাষক কামাল হোসেন, মোঃ জুয়েল মাষ্টার, জন্টু চন্দ্র দে, ইউপি সদস্য শাহে আলম,সমাজ সেবক আমজাদ হোসেন বাবুল, মোছলেউদ্দিন বেপারী, কামাল সিকদার প্রমুখ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT