ঢাকা (বিকাল ৫:০৫) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


ভোলায় সুপারীর বাগান থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

কামরুজ্জামান শাহীন,ভোলা কামরুজ্জামান শাহীন,ভোলা Clock বৃহস্পতিবার রাত ১০:২৫, ১৪ জুলাই, ২০২২

ভোলায় সুপারী বাগান থেকে ওবায়দুল্লাহ (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর গলাকাটা রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুহিতা গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল্লাহ ওই গ্রামের মৃত আবদুল্লাহর ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে স্থানীয়রা ওবায়দুল্লাহর রক্তাক্ত লাশ সুপারী বাগানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যে ও আতস্ক বিরাজ করছে।

এই ঘটনা নিয়ে ভোলা সদরে গত ৪ দিনে ৩টি হত্যাকান্ডের ঘটনা ঘটছে।

ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) আরমান হেসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ সুপারি বাগান থেকে এক কিশোরের (এসএসসি পরীক্ষার্থী) গলাকাটা লাশ উদ্ধার করেছে।

এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT