ভোলায় মেঘনা নদীর পানিতে পড়ে এক শিশু নিখোঁজ
নিজস্ব প্রতিনিধি শুক্রবার রাত ১০:৪৮, ১৮ অক্টোবর, ২০১৯
কামরুজ্জামান শাহীন, ভোলা প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলার রাধাপল্লভ চকিঘাট এলাকায় মেঘনা নদীতে পড়ে মো. জুনায়েদ (৫)নামের এক শিশু নিখোঁজ।
বৃহস্পতিবার ১২টায় এই দূর্ঘটনা ঘটে। নিখোঁজ জুনায়েদ উপজেলার চরখলিফা ৯নং ওয়ার্ডের আমজাদ হোসেনের ছেলে।
দৌলতখান ফায়ার সার্ভিস কর্মী আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ১২টায় রাধাপল্লভ এলাকায় মেঘনার পাড়ে দুই চাচাত ভাই খেলাছিল। হঠাৎ করে জুনায়েদ একটা পাইপ কুড়িয়ে পায়। পাইপটি পরিষ্কার করতে নদীতে যায় জুনায়েদ। এই সময় সে পানির পড়ে যায়, তখন নদীতে স্রোত বেশি থাকায় মুহূর্তেই হাড়িয়ে যায় জুনায়েদ।
স্থানীয়রা এসে ঘটনাস্থলে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে দৌলতখান ফায়ার সার্ভিসকে সন্ধ্যায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দৌলতখান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল ছুটে যান এবং শিশুটিকে উদ্ধার অভিযান চালিয়ে যান।
তারা জানান ভোলায় ফায়ারসার্ভিস এর ডুবুরিদল না থাকায় শুক্রবার বরিশাল থেকে ফায়ারসার্ভিস’র ডুবুরীদল এনে উদ্ধার অভিযান পরিচালনা করেন। প্রায় ২ ঘন্টা খোজাঁখোজির পরও জুনায়েদকে এখনো পাওয়া যায়নি
এই রির্পোট লেখা পর্যন্ত এখনও নিখোঁজ শিশু জুনায়েদকে উদ্ধার করা যায়নি।