ঢাকা (রাত ৯:০২) রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

রোজাকে সামনে রেখে বড়লেখায় টিসিবির পণ্য বিক্রির উদ্বোধন করলেন পরিবেশ মন্ত্রী

মোঃইবাদুর রহমান জাকির,মৌলভীবাজার মোঃইবাদুর রহমান জাকির,মৌলভীবাজার Clock রবিবার রাত ১০:২৯, ২০ মার্চ, ২০২২

পবিত্র মাহে রমজান উপলক্ষে সরকার কতৃর্ক ভর্তুকি মূল্যে সারাদেশে নিম্ন আয়ের এক কোটি পরিবারের নিকট সাশ্রয়ী মুল্যে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের বড়লেখায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি শুরু হয়েছে।

রোববার (২০ মার্চ) দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে টিসিবি’র নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

এসময় দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ২৭৮টি পরিবারের মাঝে টিসিবির পণ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপকারভোগী প্রতিজনকে ৪৬০ টাকায় ২ লিটার সয়াবিন, ২ কেজি ডাল এবং ২ কেজি করে চিনি দেওয়া হচ্ছে। পণ্যসামগ্রী কিনতে সাধারণ মানুষের উপচে পড়া ভীড় লক্ষণীয় ছিল ।

এ উপলক্ষে দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন পরিষদ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু’র সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিম মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব মোঃ শাহাব উদ্দিন এমপি।

এছাড়া আরোও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু ও উপজেলা আওয়ামী লীগ নেতা নিয়াজ উদ্দিন প্রমুখ।

জানা গেছে, বড়লেখা পৌরসভার ১৩৫২টি পরিবার, উপজেলার বর্ণি ইউপির ২৪২টি পরিবার, দাসেরবাজার ইউপির ২৫৫টি পরিবার, নিজ বাহাদুরপুর ইউপির ২৫০টি পরিবার, উত্তর শাহবাজপুর ইউপির ২৯৫টি পরিবার, দক্ষিণ শাহবাজপুর ইউপির ২৭৮টি পরিবার, বড়লেখা সদর ইউপির ২৮০টি পরিবার, তালিমপুর ইউপির ২৯১টি পরিবার, দক্ষিণভাগ উত্তর ইউপির ২৩৬টি পরিবার, সুজানগর ইউপির ২৩২টি পরিবার ও দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ২৯৩টি পরিবার টিসিবির পণ্য ক্রয় করতে পারবে।

প্রসঙ্গতঃ গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএনও জানান, আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশে তৃণমূল পর্যায়ে ১ কোটি মানুষকে টিসিবি’র পণ্য পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বড়লেখা উপজেলায় প্রথম ধাপে ৪ হাজার ১টি পরিবার সাশ্রয়ী মূল্যে টিসিবি’র পণ্য সামগ্রী ক্রয় করতে পারবে। একটি পরিবার দুই দফায় এসব পণ্য ক্রয় করতে পারবে। তাদের তালিকা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। সঠিকভাবে কার্যক্রম পরিচালনার জন্য আলাদা মনিটরিং টিমও গঠন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT