ঢাকা (রাত ৮:০৫) বুধবার, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বড় মহেশখালীতে আওয়ামীলীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

শফিউল আলম শফিউল আলম Clock সোমবার রাত ০২:৪৩, ১৩ জুন, ২০২২

বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী মহেশখালী উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক, আলহাজ্ব মোস্তফা আনোয়ার চৌধুরীর তথা নৌকা মার্কার সমর্থনে, ১১ই জুন শনিবার বিকালে বড় মহেশখালী ৬ নং ওয়ার্ড কুলাল পাড়ায়, জনসাধারণের আয়োজনে এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বড় মহেশখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ঐতিহ্য সম্বলিত মাঠে বিশাল নির্বাচনী পথসভায়, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কক্সবাজার পৌর মেয়র আলহাজ্ব মুজিবুর রহমান বলেন, বড় মহেশখালী উন্নয়ন চাইলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায়, আগামী ১৫ জুন ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার মার্কা তথা মোস্তফা আনোয়ার চৌধুরীকে জয়যুক্ত করুন।

নৌকা তথা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিরোধিতা করে, যে চেয়ারম্যান প্রার্থী হয়েছে তাকে বয়কট করুন।

চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোস্তফা আনোয়ার চৌধুরী উপস্থিত জনতার উদ্দেশ্যে বিনয়ের সাথে বলেন, আমি আপনাদের সন্তান হিসেবে দয়া করে, আগামী ১৫ তারিখ নৌকা মার্কায় আমাকে একটি ভোট ভিক্ষা দিন, বিনিময়ে আমি আপনাদের সেবা করে যাবো।

বড় মহেশখালী ইউনিয়নেে ৬ নং ওয়ার্ড কুলাল প্রবীণ মুরুব্বি নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি, চেয়ারম্যান এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কক্সবাজারের পৌর মেয়র আলহাজ্ব মুজিবুর রহমান, মহেশখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক মহেশখালী পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুর, মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ ফোরকান বিএ, যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট আবু তালেব, উপ-প্রচার সম্পাদক প্রভাষক এহসানুল করিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাক আহমেদ তালুকদার, সাবেক ছাত্র লীগ নেতা বিপ্লব মজুমদার মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক আলহাজ্ব সাজেদুল করিমসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT