ঢাকা (বিকাল ৫:৫২) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বীর মুক্তিযোদ্ধা এম.এ সোবহান এর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ ওবায়দুর রহমান,গৌরীপুর,ময়মনসিংহ Clock বৃহস্পতিবার রাত ০৮:০০, ৩ জুন, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরের ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম এ সোবহানের ১০ম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (৩জুন) যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটন ও মরহুমের পরিবারের পক্ষ থেকে কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্মরণসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহমেদ। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আঃ মুন্নাফের সঞ্চালনায় টেলিফোনে বক্তব্য রাখেন জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, জেলা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিধূ ভ‚ষণ দাস, সহ-সভাপতি অধ্যক্ষ রুহুল আমীন, যুগ্ম-সাধারণ সম্পাদক ম.নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, মরহুমের পুত্র সাদেকুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আওয়ামীলীগ নেতা মতিউর রহমান, কৃষক লীগের সভাপতি আবুল হাশিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার, সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন প্রমুখ।

এছাড়াও উপজেলা ছাত্রলীগ দোয়া ও স্মরণসভা করে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT