ঢাকা (সকাল ৮:৪৫) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মরহুম আব্দুল লতিফ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা এইচএম দিদার,দাউদকান্দি,কুমিল্লা Clock সোমবার রাত ১০:০৫, ১২ জুলাই, ২০২১

কবি নজরুল ইসলাম এর কালজয়ী কবিতার পংক্তি মনে পড়ে গেলো- “এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।” দাউদকান্দি পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক মরহুম আব্দুল লতিফ চৌধুরী’র আজ ১২ জুলাই সোমবার  তৃতীয় মৃত্যু বার্ষিকী। তিনি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছিলেন। তিনি জীবদ্দশায় অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠান গঠনে অগ্রণী ভূমিকা রেখেছেন। পৌরসভার বড় মসজিদ আধুনিকায়তনে তাঁর অবদান অবিস্মরণীয়।

তিনি যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়েছেন সেসব প্রতিষ্ঠানে অসংখ্য বেকার যুবকদের কর্মসংস্থানে হয়েছে। শিক্ষার প্রসার ঘটাতে ও  আলোকিত সমাজ গঠনে তাঁর ভূমিকা ছিলো ইতিবাচক। ছিলেন নিপীড়িত মানুষের অধিকার আদায়ে সোচ্চার।

তিনি তাঁর কর্ম ও অর্জনে মানুষের মনমনিকোঠায় ঠাঁই করে নিয়েছেন।

দিনটি উপলক্ষে মরহুমের বাসভবনে আজ কোরআন তেলায়তের মাধ্যমে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে।

পরোপকারী এ প্রবাদ পুরষকে আল্লাহ সর্বান্তকরণ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন-এ জন্য পরিবার এর পক্ষ থেকে তাঁর জন্য দোয়া চেয়েছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT