ঢাকা (রাত ১:৩৯) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


বিএনপির মনোনীত মেয়র প্রার্থীর ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত

মোঃ সেলিম,ঠাকুরগাঁও মোঃ সেলিম,ঠাকুরগাঁও Clock বৃহস্পতিবার দুপুর ০১:১৭, ২৮ জানুয়ারী, ২০২১

ঠাকুরগাঁও জেলা সাংবাদিকদের সাথে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত পৌরসভা মেয়র প্রার্থী মো.শরিফুল ইসলাম শরিফ এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৭ জানুয়ারী বুধবার দুপুরে ঠাকুরগাও প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত  হয়। মতবিনিময় সভায় ঠাকুরগাও জেলা বিএনপি’র সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন,ঠাকুরগাঁও জেলার ইতিহাসে সবচেয়ে বেশী ঠাকুরগাঁও পৌরসভায় বিএনপি’র প্রার্থী পৌরসভা মেয়র নির্বাচিত হয়েছে। তাই আশা করি এবারও ঠাকুরগাঁও জেলার মানুষ বিএনপি’র পৌরসভা মেয়র প্রার্থী শরিফকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন আশংকা করে বলেন,১৪ ফেব্রুয়ারি ভোটে ঠাকুরগাঁও জেলার মানুষের ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) সম্পর্কে তেমন একটা ধারনা নাই। এতো অল্প সময়ে ভোট কিভাবে সম্ভব? বিএনপি মনোনীত পৌরসভা মেয়র প্রার্থী মো.শরিফুল ইসলাম শরিফ ভোট কারচুপির আশংকা করে বলেন,দেশের অন্যান্য পৌরসভার ভোট পর্যালোচনা করলে কারচুপির বিষয়টি অনুমান করা যায়। তিনি এ সময় সাংবাদিকদের নিকট সহযোগিতা কামনা করেন।

মতবিনিময়ে এ সময় পৌরসভা মেয়র প্রার্থী শরিফ ছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন,সহ-সভাপতি মো.আলম, মো.ইউনুস আলী, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো.কায়েস প্রমুখ।

মত বিনিময়ে ঠাকুরগাঁও জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT