ঢাকা (সকাল ৯:০১) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


বগুড়ার সান্তাহারে মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধের ৮ জনের জরিমানা

মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া মোঃআতিকুর হাসান,আদমদিঘী,বগুড়া Clock বৃহস্পতিবার রাত ১০:৫১, ১২ নভেম্বর, ২০২০

বগুড়ার সান্তাহারে মুখে মাস্ক ব্যবহার না করে বাহিরে ঘোরাফেরা করার কারণে ৮ জন কে ১ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেল ৫টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদমদীঘি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক। এ সময় পথচারীদের মধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফ্রি মাস্ক বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বর্তমান সরকার করোনা প্রতিরোধে ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও অনেকে সেই  আদেশ অমান্য করে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের সময় সান্তাহার রেলগেট এলাকায় মাস্ক না পরায় ৮ জনের ১ হাজার ৪ শত টাকা জরিমানা আদায় করা হয়। এ বিষয়ে সহকারী কমিশনার (ভুমি) মাহবুবা হক সাংবাদিকদের জানান এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT