ঢাকা (রাত ২:৫৪) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

ফুলছড়িতে বজ্রপাতে নিহত পিতা-পুত্রের পরিবারের পাশে দাঁড়ালেন সমাজসেবক কামাল পাশা

মোঃ কামরুজ্জামান মোঃ কামরুজ্জামান Clock বৃহস্পতিবার রাত ০৯:৪৭, ১৬ জুলাই, ২০২০

তারেক আল মুরশিদ, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের বজ্রপাতে নিহত পিতা-পুত্রের পরিবারের সহযোগিতার হাত বাড়ালেন সমাজসেবক প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা। বৃহস্পতিবার দুপুরে (১৬ জুলাই) সমাজসেবক প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা নৌকাযোগে কাবিলপুরে নিহত পিতা-পুত্রের বাড়িতে গিয়ে অসহায় ওই পরিবারটিকে একটি শাড়ি, কয়েক গজ কাটা কাপড়, ২০ কেজি চাল, ৫ কেজি আলু, দুই কেজি লবণ, দুই লিটার সয়াবিন তেল, তিনটি সাবান, একটি নারিকেল তেল ও নিত্য প্রয়োজনীয় খাবার সহ দ্রব্যসামগ্রী তুলে দেন। এসময় শোকশপ্ত ওই পরিবারের রেখে যাওয়া দুই শিশুর খাদ্য ক্রয়ের জন্য প্রতিমাসে এক হাজার টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন সমাজসেবক প্রভাষক গোলাম মোস্তফা কামাল পাশা। নিহত শফি ইসলামের স্ত্রী দুলালী বেগম জানান, নদী ভাঙনে বাস্তুহারা হয়ে অন্যের জমিতে ঘর তুলে দিনমজুরের কাজ করে সংসার চালাতো তার স্বামী। তার মৃত্যুর সময় ঘরে খাবার পর্যন্ত ছিল না। অন্যের নিকট চেয়ে এ কয়েকদিন সন্তানের খাবারের ব্যবস্থা করেছেন। এখন দুই সন্তান নিয়ে খুব কষ্টে দিনাতিপাত করছেন। কামাল পাশার সহযোগিতায় কয়েকদিনের খাবারের ব্যবস্থা হলো। উল্লেখ্য গত ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে স্থানীয় বাজার থেকে ফেরার পথে বাড়ির সন্নিকটে এসে পৌঁছিলে শফি ইসলাম (২৮) ও তার ছেলে রাকিব মিয়া (৬) বজ্রপাতে নিহত হয়। একমাত্র উপার্জনকারী শফি ইসলামের মৃত্যুর পর ওই পরিবারটি অসহায় হয়ে পড়ে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT