ঢাকা (রাত ১১:৪৯) শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News নেপালে আন্তর্জাতিক অ্যাওয়ার্ডে মনোনীত হলেন নড়াইলের কৃতি সন্তান সোহাগ Meghna News নড়াইল জেলা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত Meghna News বিআরডিবি’র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন মহিউদ্দিন তালুকদার Meghna News চাঁপাইনবাবগঞ্জে শাশুড়ী হত্যায় অভিযুক্ত টুটুল পলাতক Meghna News গৌরীপুরে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৬তম জন্মোৎসব পালিত Meghna News সিলেট টিটিসি থেকে ২২ বছর পর বদলী : মালিক হলেন লাল লাখ টাকার! Meghna News গৌরীপুরে হুমায়ূন আহমেদের নামে ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার দাবী ভক্তদের Meghna News সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের অনুসন্ধানে নেমেছে দুদক Meghna News চাঁপাইনবাবগঞ্জে বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় শিশু নিহত, চালক আটক Meghna News ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল-নসিমন সংঘর্ষে দুই বন্ধু নিহত

ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ১১:৪৯, ৪ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশন ও চাঁপাইনবাবগঞ্জ অধিকার রক্ষা সংগ্রাম পরিষদের ব্যানারে পৃথকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

কৃষি এ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধনে বরেন্দ্র কৃষি উদ্যোগের ম্যানেজিং পার্টনার এবং চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.মুনজের আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মুনিম উদ দৌলা চৌধুরী, প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম টুকু, বিশিষ্ট গবেষক ও কলাম লেখক জাহাঙ্গীর সেলিম, দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন, সাপ্তাহিক সীমান্তের কাগজের সম্পাদক জাফরুল আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, ম্যাংগো ফাউন্ডেশনের সদস্য-সচিব সাংবাদিক আহসান হাবিব, চেম্বার অব কমার্স-বণিক সমিতির পরিচালক মো. শহিদুল ইসলাম, সুজনের জেলা সভাপতি মো. আসলাম কবির, শিবগঞ্জ ম্যাংগো প্রডিউসার কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক ইসমাইল খান শামীম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ফজলি আম চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস-ঐতিহ্যের ধারক ও বাহক। এই আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দ্বারপ্রান্তে। কিন্তু শিল্প মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব পেটেন্ট, ডিজাইন অ্যান্ড ট্রেড মার্ক বিভাগ তাদের ১০ নম্বর জার্ণালে এই ফজলি আমকে ‘রাজশাহীর ফজলি আম’ হিসেবে স্বীকৃতির দেয়ার জন্য কাজ করছে। কিন্তু প্রাকৃতিকভাবে রাজশাহীর চেয়ে ইতিহাস-ঐতিহ্য, উৎস, দৃষ্টিকোন, উৎপাদনের পরিমান ও নানান দিক দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম এগিয়ে রয়েছে বহুকাল থেকে। সবদিক দিয়েই রাজশাহী নয়, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবীদার। তাই এই বিষয়ে আবারো গভীর বিশ্লেষণ করে রাজশাহী বাদ দিয়ে চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতির দাবী জানান মানববন্ধনে আসা আমচাষি এবং আম সংগঠনের নেতৃবৃন্দ।

ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে অন্যান্যের মধ্যে জেলা মিল মালিক ও আতপ ধান চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু, নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশা, চেম্বারের পরিচালক বাহারাম আলীসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এ সময় দাবির সাঙ্গে একাত্মতা ঘোষণা করেন বাংলাদেশ ম্যাংগো প্রডিউসর মার্চেন্ট এ্যাসোসিয়েশন, ম্যাংগো ফাউন্ডেশন, সুশাসনের জন্য নাগরিক-সুজন, চাঁপাইনবাবগঞ্জ হেল্প জোন এবং নাগরিক কমিটিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।

অপর দিকে জিআই পণ্য হিসেবে সিল্ক এবং ফজলি আমের পণ্যস্বত্ব রাজশাহীর পরিবর্তে চাঁপাইনবাবগঞ্জের অনুকূলে নিবন্ধনের দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ অধিকার রক্ষা সংগ্রাম পরিষদ। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা আইনজীবী সমিতির সামনে এই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করা হয়।

এ সময় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির যুগ্ম মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো.হারুনুর রশীদ হারুন। মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মো. তসিকুল ইসলাম তসি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।

হারুনুর রশীদ হারুন বলেন- আগামি ১৪ নভেম্বও রোববার সংসদ অধিবেশন আছে। সেদিন আমি সংসদে ফজলি আম নিয়ে কথা বলবো। ফজলি আমের উৎপত্তি চাঁপাইনবাবগঞ্জে। এ আম রাজশাহীর দখলে কেন যাবে এমন প্রশ্ন রাখেন এর সাথে সংশ্লিষ্টদের। তিনি বলেন, এক সময় রাজশাহীতে কোন আম গাছ ছিল না। চাঁপাইনবাবগঞ্জ থেকে চারা নিয়ে রাজশাহীতে বসবাসকারীরা রোপণ করেছেন। ওরা কেমন করে ফজলি আম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় ?

মানববন্ধন শেষে চাঁপাইনবাবগঞ্জ কৃষি এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রদান করেন নেতৃবৃন্দরা।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT