ঢাকা (সকাল ৯:৫০) বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

পূর্ণাঙ্গ রেশনিং পদ্ধতি চালুর দাবিতে মানববন্ধন

পূর্ণাঙ্গ রেশনিং পদ্ধতি চালুর দাবিতে মানববন্ধন
পূর্ণাঙ্গ রেশনিং পদ্ধতি চালুর দাবিতে মানববন্ধন

আসাদুজ্জামান আসাদুজ্জামান Clock রবিবার সকাল ০৯:৪৯, ১০ সেপ্টেম্বর, ২০২৩

গ্রামীণ শ্রমজীবীদের জন্য ১০০ দিনের কর্মসৃজন প্রকল্প, সামরিক রেটে পূর্ণাঙ্গ রেশনিং পদ্ধতি চালুসহ ৬দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে গাইবান্ধা শহরের ডিবি রোডে এ কর্মসূচির আয়োজন করে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখা।
কৃষক নেতা শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম  রব্বানী, জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম জেলা শাখার আহবায়ক ইসরাত জাহান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলা সংগঠনের নেতা আফরোজা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমানে দেশে আমন মৌসুম চলছে এমনই সময়ে সরকার বস্তা প্রতি ইউরিয়া সারের দাম ২৫০টাকা বাড়িয়েছে। ইতোমধ্যে ৩টি ইউরিয়া সার কারখানা বন্ধ। তারা অবিলম্বে গ্যাস সরবরাহের ব্যবস্থা করে বন্ধ সার কারখানা চালুর দাবি জানান।
তারা আরও বলেন, সার ডিজেল বিদ্যুৎ সহ সকল নিত্য পণ্যের দাম কমানো এবং বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান। সেইসাথে সরকারের পদত্যাগ, ভোট, ভাত ও গনতন্ত্রের লড়াইয়ে ঐক্য বদ্ধ ভাবে জনগণকে রাজপথে সামিল হওয়ার আহবান জানান।



শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT