পীরগাছায় বাড়ছে জ্বরের প্রকোপ
একরামুল ইসলাম,পীরগাছা (রংপুর শনিবার বেলা ১২:১০, ১৯ সেপ্টেম্বর, ২০২০
রংপুরের পীরগাছা উপজেলায় হঠাৎ করে বাড়ছে জ্বরের প্রকোপ। পাশাপাশি বাড়ছে মাথা ব্যথা ও সর্দি। একদিকে যেমন জ্বরের প্রকোপ বাড়ছে,অন্যদিকে রয়েছে করোনা আক্রান্ত হওয়ার আতঙ্ক। সাধারণত জ্বর হলে ৪-৫ দিনে সেরে যায় কিন্তু ইদানিং জ্বর হলেই ১০-১৫দিন পর্যন্ত এর প্রকোপ বাড়ছে। এ নিয়ে সংশয়ে রয়েছে সাধারণ মানুষের মনে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিটি বাড়ীতেই ২-৩ জন করে জ্বরের ও মাথা ব্যথা রোগী রয়েছে। অনেকেই মনে করছে আবহাওয়ার কারণে হঠাৎ জ্বরের প্রকোপ বাড়ছে। প্রতিদিনই জ্বরের রোগী স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ভর্তি হচ্ছে।
কলিম উদ্দিন নামে একজন রোগী বলেন, আমি কয়েকদিন থেকে জ্বর ও মাথা ব্যথায় ভূগছি। ওষধ খেয়েও কোনো কাজ হচ্ছে না। বয়েজ উদ্দিন নামে আরেকজন রোগী বলেন, জ্বরের কারণে আমি কয়েকদিন থেকে কম্বল গায়ে দিয়ে আছি। জ্বরের কারণে খাওয়ার রুচিও নেই।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. সানোয়ার হোসেন জানান, আবহাওয়া পরিবর্তনের ফলে জ্বরের প্রকোপ বাড়তে পারে। জ্বর হলেই করোনা আক্রান্ত হওয়ার ভয় আছে কিনা, এ বিষয়ে তিনি আরও বলেন, জ্বর ও মাথা ব্যথা হলেই করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তবে যাদের জ্বর ও মাথা হয় তাদের করোনা পরীক্ষা করে নেওয়ায় ভালো। আর প্রতিনিয়ত জ্বরের রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে। জ্বরের রোগীর পাশাপাশি পাতলা পায়খানা রোগীও প্রতিদিন ভর্তি হচ্ছে হাসপাতালে।