ঢাকা (সকাল ৯:১৬) শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


পাগলা কুকুরের কামড়ে ডাসারে কিশোরের মৃত্যু

মীর এম ইমরান,মাদারীপুর মীর এম ইমরান,মাদারীপুর Clock রবিবার বিকেল ০৫:৫৮, ১২ সেপ্টেম্বর, ২০২১

মাদারীপুরের ডাসার উপজেলায় দক্ষিণ মাইজপাড়া গ্রামে কুকুরের কামড়ে জলাতঙ্ক হয়ে,ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রিফাত ঢালী(১৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে দক্ষিন মাজপাড়ার মোহাম্মদ ঢালীর ছেলে।
আজ (১২সেপ্টেম্বর) মাঝরাতে ঢাকার এক হাসপাতালে এ মর্মান্তিক মৃত্যু ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায় যে, প্রায় ২ মাস আগে একটি পাগলা কুকুর রিফাত ঢালীকে কামড় দেয়।কামড়ের পরে কোনো ডাক্তারি চিকিৎসা না নিয়ে ফকিরের মাধ্যমে ঝাড় ফুকের চিকিৎসা নেয়।

পরে ২ মাসের শেষের দিকে তার জলাতঙ্ক রোগের উপসর্গ দেখা দিলে চিকিৎসার জন্য মাদারীপুর হাসপাতালে নিয়ে গেলে জলাতঙ্কের উপসর্গ দেখে রোগীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয় এবং ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রিফাত ঢালী মারা যায়।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় বাসিন্দা সাইফুল সরদার বলেন,২মাস আগে রিফাতকে কুকুরে কামড় দেয় কিন্তু সে কোন ডাক্তারি চিকিৎসা নেয়নি,সে ফকিরের মাধ্যমে চিকিৎসা করে। ২মাস পরে অসুস্থ হয়ে যায় এবং পানি খেতে চায় না,পানি দেখলেই পানিতে নাকি কুকুরের ছবি দেখতে পায়।এ অবস্থা দেখে রিফাতকে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়,সেখানে সে মারা যায়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT